অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার আজ গায়ে হলুদ। আগামী ২৬ এপ্রিল বিয়ে বন্ধনে আবদ্ধ হচ্ছেন। ইতোমধ্যে বিয়ের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে তার। সেই ধারাবাহিকতায় আজ সোমবার সন্ধ্যায় হচ্ছে তার গায়ে হলুদ।
ঘোষণা দিয়েই পছন্দের পাত্র জোবাইদুল হককে বিয়ে করছেন নাবিলা। সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে তাদের গায়ে হলুদের অনুষ্ঠান হবে বলে জানান নাবিলা। সেখানে উপস্থিত থাকবেন বর-কনে পক্ষের সদস্যরা।
আগামী ২৬ এপ্রিল বিয়ে। এরপর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের পরের দিন নবদম্পতি উড়াল দেবেন যুক্তরাজ্যের ম্যানচেস্টারে। তবে হানিমুনে নয়, বরং বর জোবাইদুল হকের প্রাতিষ্ঠানিক কাজে সঙ্গ দিতেই সেখানে যাচ্ছেন এই তারকা অভিনেত্রী।
No comments:
Post a Comment