ad section

   

রজনীকান্তের 'কালা' আসছে ৭ জুন

মুক্তির তারিখ পেছাল রজনীকান্তের বহুল প্রতীক্ষিত তামিল গ্যাংস্টার মুভি 'কালা'র। এ মাসের ২৭ তারিখ প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিল ছবিটির। তবে তা পিছিয়ে এবার ৭ জুন নতুন তারিখ ঘোষণা করেছে ছবিটির নির্মাতাগোষ্ঠী।
ছবিটির এই নতুন তারিখ ট্যুইটার হ্যান্ডেলে প্রকাশ করে রজনীকান্তের জামাতা ও ছবিটির প্রযোজক ধানুষ লেখেন, এটা জানাতে আনন্দিত হচ্ছি যে মহাতারকার কালা আগামী ৭ জুন পৃথিবীব্যাপী অনেকগুলো ভাষায় মুক্তি পেতে যাচ্ছে।
২০১৬ সালের ব্লকবাস্টার 'কাবালি'র পর এটা সুপারস্টার রজনীকান্ত ও তারকা পরিচালক রণজিৎ এর দ্বিতীয় কাজ। 
ছবিটিতে এক দুর্ধর্ষ ডন চরিত্রে রূপদান করবেন রজনীকান্ত। এতে আরো আছেন হুমা কোরেশী, নানা পাটেকার ও অঞ্জলী পাতিল। ছবিটির অসাধারণ সংগীত পরিচালনা করেছেন সন্তোষ নারায়ণ।
সূত্র : ডেকন ক্রনিকল  

No comments:

Post a Comment