ad section

   

চার বলে চার উইকেটে মাশরাফির ইতিহাস

ঢাকা প্রিমিয়ার লিগে মঙ্গলবার আবাহনী লিমিটেডের হয়ে অগ্রণী ব্যাংকের বিপক্ষে এই ইতিহাস গড়েন মাশরাফি। ফতুল্লায় শেষ ওভারে জয়ের জন্য অগ্রণী ব্যাংকের প্রয়োজন ছিল ১৩ রান। উইকেট ছিল চারটি। প্রথম বলে আব্দুর রাজ্জাক নিয়েছেন একটি রান। পরের চার বলেই চার উইকেট নিয়ে ম্যাচ শেষ!
আবাহনীর মূল শঙ্কা হয়ে দাঁড়ানো ধীমান ঘোষকে ফিরিয়ে শুরু। ২৭ বলে ৪৬ রান করে ধীমান ক্যাচ দেন জয়রাজ শেখকে। পরের বলে প্রিয় বন্ধু রাজ্জাককে শিকার করলেন নাজমুল হাসান শান্তর ক্যাচ বানিয়ে।
পরের বলে শফিউল ইসলাম ক্যাচ দিলেন সাইফ হাসানকে। মাশরাফি প্রথমবার পেলেন হ্যাটট্রিকের স্বাদ। শেষ নয় ওখানেই। ওভারের পঞ্চম বলে কটবিহাইন্ড ফজলে রাব্বি।
সব মিলিয়ে ৯.৫ ওভারে ৪৪ রান দিয়ে ৬ উইকেট। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে চতুর্থবার পেলেন ৫ উইকেট। ক্যারিয়ার সেরা বোলিং অবশ্য হয়নি। ২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে ওয়ানডেতে ২৬ রানে ৬ উইকেটই রয়ে গেছে সেরা।
বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ওয়ানডেতে হ্যাটট্রিক আছে পাঁচজনের-শাহাদাত হোসেন, আব্দুর রাজ্জাক, রুবেল হোসেন, তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদ। লিস্ট ‘এ’ ক্রিকেটে হ্যাটট্রিক আছে আরও ৮টি। তবে লিস্ট ‘এ’-তে টানা চার বলে উইকেট এবারই প্রথম।
মাশরাফির আগে লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে চার বলে চার উইকেট নিয়েছিলেন আর কেবল সাত জন। ১৯৭০ সালে ডার্বিশায়ায়ের হয়ে সাসেক্সের বিপক্ষে নিয়েছিলেন ফাস্ট বোলার অ্যালান ওয়ার্ড। এরপর ১৯৯৬ সালে ওয়ারউইকশায়ারের হয়ে দক্ষিণ আফ্রিকার শন পোলক, ১৯৯৯ সালে নটিংহ্যামশায়ারের হয়ে ওয়েস্ট ইন্ডিজের ভ্যাসবার্ট ড্রেকস, ২০০৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা, ২০১০ সালে গ্লস্টারশায়ারের হয়ে ডেভিড পেইন, ২০১৩ সালে এসেক্সের হয়ে গ্রাহাম নেপিয়ার এবং মাশরাফির আগে সবশেষ ২০১৪ সালে মহারাষ্ট্রের শ্রীকান্ত মুন্ধে।
অন্য দুই সংস্করণে অবশ্য চার বলে চার উইকেটের স্বাদ আগে পেয়েছিলেন বাংলাদেশের বোলাররা। টি-টোয়েন্টিতে চার বলে চার উইকেট আছে আল আমিন হোসেনের। ২০১৩ সালে বিজয় দিবস টি-টোয়েন্টিতে আবাহনীর বিপক্ষে ইউসিবি-বিসিবি দলে হয়ে এক ওভারে নিয়েছিলেন ৫ উইকেট। তার মধ্যে চারটি টানা চার বলে।
সিলেটে সেবার ইনিংসের শেষ ওভারের প্রথম বলে মেহেদি মারুফকে আউট করেছিলেন আল আমিন। দ্বিতীয় বলে হয়েছিল দুই রান। তৃতীয় থেকে ষষ্ঠ পর্যন্ত টানা চার বলে ফিরিয়েছিলেন নাজমুল হোসেন মিলন, সোহরাওয়ার্দী শুভ, নাঈম ইসলাম জুনিয়র ও নাবিল সামাদকে।
প্রথম শ্রেণির ক্রিকেটে চার বলে চার উইকেটের স্বাদ পেয়েছেন মাহমুদউল্লাহ। ২০১৪ সালে বিসিএলে মধ্যাঞ্চলের হয়ে উত্তরাঞ্চলের বিপক্ষে তার চার বলে চার উইকেট ছিল দারুণ মজার। প্রথম ইনিংসে টানা দুই বলে তানবীর হায়দার ও শুভাশিস রায়কে ফিরিয়ে গুটিয়ে দিয়েছিলেন উত্তরাঞ্চলকে। দ্বিতীয় ইনিংসে বল হাতে নিয়ে প্রথম দুই বলেই আউট করেন তাইজুল ইসলাম ও মুক্তার আলিকে।
সব মিলিয়ে এবারের ঢাকা লিগে ৮ ম্যাচে মাশরাফির উইকেট হলো ২৫টি। চার ও পাঁচ উইকেট দুবার করে।
মাশরাফিকে দিয়ে এবারের ঢাকা লিগে হ্যাটট্রিক হলো তিনটি। সব মিলিয়ে লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর ঢাকা লিগে হ্যাটট্রিক হলো মোট ৯টি।

Kendall Jenner Hospitalized Ahead of Vanity Fair Oscars After-Party


A source tells ET that the 22-year-old model was hospitalized over the weekend prior to attending the Vanity Fair Oscars after-party on Sunday. According to the source, Jenner had a bad reaction to a vitamin drip, resulting in a trip to Cedars-Sinai Medical Center in Los Angeles.

"She was working hard and took a vitamin drip over the weekend and had a bad reaction," the source says. "Kendall checked herself into Cedars and quickly bounced back."

"Kendall works so much and was exhausted so she got a vitamin drip as she often does," the source adds. "Things didn't go as planned but she was able to pull it together and look incredible at the Oscars after-parties."

As for Jenner's rumored relationship with NBA star Blake Griffin, the source says the two are keeping a low-profile after Griffin's less than amicable split from his ex-fiancee, Brynn Cameron. Last month, Cameron filed a palimony lawsuit against Griffin -- whom she shares two kids with, daughter Finley and son Ford -- claiming he abandoned his family for Jenner.

"They are laying low after his ex filed [court] documents about him leaving her for Kendall," the source says.

Though she was recovering from a trip to the hospital, Jenner looked amazing at the Vanity Fair after-party on Sunday, rocking a plunging black Redemption mini-dress with dramatic sleeves.

An eyewitness tells ET that Jenner looked "happy and healthy" at the party.

"I would have never been able to tell that she was hospitalized prior," the eyewitness says. "She appeared to be having a great time with model pal Joan Smalls; laughing and mingling with party-goers."

But Jenner's recent hospitalization isn't the first time the model has struggled with health issues. In an episode of Keeping Up With the Kardashians that aired last month, her mother, Kris Jenner, offered to take her to the hospital after receiving a worrisome phone call from her. Later, during an on-camera interview, the mom of six opens up about Kendall's anxiety.

"I think she has so much going on that she gets herself really worked up," she noted. "Kendall gets the most anxious during fashion weeks and when she's traveling a lot. ...Trying to juggle it all is overwhelming."

Everyone Criticizing Emma Watson's Tattoo Is Missing The Point


Women in Hollywood are fed up — with discrimination, unequal pay, and unwanted sexual advances — and they're using their platforms at award shows to push the Time's Up and #MeToo movements forward. One such woman was activist Emma Watson, who attended last night's Vanity Fair Oscars party with a (likely) temporary tattoo of cursive script that read, "TIMES UP."

But rather than focus on the important message emblazoned across her forearm, Twitter's self-appointed grammar police zero-ed in on something they deemed much more important: the lack of an apostrophe.

To start, the obvious glossy sheen around the letters indicates that the tattoo is most likely a stencil appliqué that Watson washed off at the end of the night — so let's hold the outrage directed at her tattoo artist. And second, do you actually think a woman who started her own feminist book club while serving as an ambassador for the UN and advocating for human rights really doesn't understand proper punctuation? Would it matter this much if she didn't?

At the end of the day, what Watson elects to put on her body is her choice — grammar mistakes and all. And, who knows? Maybe she even purposefully left off the punctuation to make headlines, as one Twitter user hypothesized. (This is Hermione Granger we're talking about.) But regardless, we're never going to hear anyone's message if we're nitpicking the delivery to this extent. Standing in solidarity for women's rights at the biggest award show of the year? That's what's worth talking about. Period.